news

Apitopit app

Apitopit app এ আপনি একজন দোকানদার হিসাবে একটি দোকান ওপেন করলে যে সুবিধাগুলো পাবেন ‌ আপনার কোন দোকান থাক অথবা না থাক আপনি বি ইজি অ্যাপ্লিকেশনে একটি ভার্চুয়াল দোকান ওপেন করতে পারবেন যেখানে আপনার সকল ব্যবহৃত অথবা নতুন পণ্যের পণ্যের একটি ছবিসহ তালিকা,পণ্যের প্রাইস, পণ্যের স্টক ইত্যাদি দেখাতে পারবেন। বিভিন্ন ক্রেতা অনলাইনের মাধ্যমে আপনাকে পণ্যের অর্ডার করতে পারবে যা পণ্যের দাম সহ একটি লিস্ট আকারে আপনার কাছে আসবে। আপনি প্রত্যেকটি পণ্যের উপর অথবা একটি অর্ডার এর উপর যে কোন ডিসকাউন্ট দিতে পারবেন। আপনার অর্ডারকৃত পণ্যের বিল ক্যাশ অথবা বিকাশের মাধ্যমে কোন ক্রেতা প্রেমেন্ট করতে পারবে। আপনি চাইলে যেকোন পণ্য হোম ডেলিভারি করতে পারবেন সেক্ষেত্রে হোম ডেলিভারি চার্জ অ্যাড করতে পারবেন আপনি হোম ডেলিভারি সিস্টেম এক্টিভ না করলে ক্রেতা আপনার দোকান থেকে পণ্যটির বিল পরিশোধ করে পণ্যটি দোকান থেকে নিজেই গ্রহণ করবে। ‌ কোন অন্যের পণ্যের অর্ডার সম্পন্ন হলে তা ক্রেতা এবং বিক্রেতা দুজনার কাছে একটি পিডিএফ ক্যাশ মেমো তৈরি হয়ে থাকবে যা ক্রেতা এবং বিক্রেতা দুজনের মোবাইলে সেভ হয়ে থাকবে। আপনি চাইলে ক্যাশ মেমোটি প্রিন্ট করতে পারবেন। আপনার সকল ক্রেতার একটি লিস্ট থাকবে এবং সকলের একটি লেনদেনের চার্ট বা সামারি আপনার কাছে থাকবে এবং তারা কত টাকা লেনদেন করেছে বা কত টাকা বাকি আছে তা দেখতে পারবেন। একটি নির্দিষ্ট সময় পরপর যাদের কাছে বাকি আছে তাদের কাছে কত টাকা বাকি আছে তার একটি নোটিফিকেশন আপনি আপনার ক্রেতাকে পাঠাতে পারবেন যা সিস্টেম থেকে অটোমেটিক্যালি হবে। আপনি আপনার প্রতিদিনের,মাসের,বছরের লেনদেনের হিসাব এবং পণ্যের স্টক ইত্যাদি মেন্টেন করতে পারবেন। আপনাকে 10 টি পণ্যের জন্য বিজ্ঞাপন এক বছরের জন্য ফ্রি দেওয়া হবে 10 টির বেশি পণ্যের বিজ্ঞাপন দিতে চাইলে আপনাকে একটি নির্দিষ্ট ফি দিয়ে একাউন্ট ওপেন করতে হবে। আপনার বিভিন্ন পণ্যের অফার আপনি আপনার নিজের পেজেই এ নিজে দিতে পারবেন অথবা আমাদের মাধ্যম দিয়েও দিতে পারবেন। আপনার বিভিন্ন পণ্যের ছবি মোবাইলের মাধ্যমে তুলে তা সহজেই আপনার পেজে আপলোড করতে পারবেন। আপনার সকল ক্রেতার সঙ্গে আপনি চ্যাট অথবা কল করে কথা বলতে পারবে।

close